১১ নভেম্বর ২০২৩, শনিবার, ১০:২৬

সৈয়দ এহসানুল হুদা এবং জামায়াতসহ এর অঙ্গ সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-হামিদুর রহমান আযাদ

বিএনপি সমমনা ১২ দলীয় জোটের শরীক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠনের ২২ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ ১১ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলন বানচাল করতেই জামায়াতসহ বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতা এবং হাজার হাজার নেতাকর্মীকে সরকার বেআইনিভাবে গ্রেফতার করছে। সরকার বিরোধী আন্দোলন দমন এবং জামায়াতসহ বিরোধীদলকে নেতৃত্ব শূন্য করার ঘৃণ্য অপচেষ্টার অংশ হিসেবে বিএনপি সমমনা ১২ দলীয় জোটের শরীক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের ২২ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশবাসী মনে করে, সরকার বিরোধীদলকে দমন করে আবারো একতরফা সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে এবং সারাদেশে গণগ্রেফতার চালাচ্ছে। ক্ষমতালোভী সরকার গণআন্দোলনে ভীত হয়ে পড়েছে। সরকারের আস্কারা পেয়ে পুলিশ প্রশাসনও বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। এভাবে গ্রেফতার ও জুলুম-নির্যাতন চালিয়ে সরকার বিরোধী চলমান আন্দোলন দমন করা যাবে না।

অবিলম্বে সৈয়দ এহসানুল হুদা এবং জামায়াতসহ বিরোধীদলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।”