১০ নভেম্বর ২০২৩, শুক্রবার, ১২:১৪

নাটোরে জামায়াত নেতা হাফেজ আব্দুর রাজ্জাককে নৃশংসভাবে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাটোর জেলা জামায়াত নেতৃবৃন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলার সিংড়া উপজেলার ১১ নং ছাতার দিঘি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আব্দুর রাজ্জাক (৬০) কে আজ ১০ নভেম্বর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ কলেজের পার্শ্বে একটি সাদা মাইক্রোতে ৭/৮ জন সন্ত্রাসী উঠিয়ে নিয়ে নন্দীগ্রামের রাস্তায় ভাগবাতন-কল্যাপাড়া রাস্তার পাশে ফেলে নির্মমভাবে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।

নেতৃবৃন্দ বলেন, হাফেজ আব্দুর রাজ্জাক একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তিনি জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে আহত করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, নাটোর জেলায় একের পর এক এ রকম চোরাগুপ্তা হামলার ঘটনা ঘটছে। এখন মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।