৬ নভেম্বর ২০২৩, সোমবার, ৮:৫১

অবরোধ চলাকালে দেশব্যাপী নেতাকর্মীদের জুলুম-নির্যাতন, গ্রেফতার-হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ

গত ৫ ও ৬ নভেম্বর অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সাফল্যমণ্ডিত করায় সংগ্রামী দেশবাসী ও জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে আন্তরিক অভিনন্দন

-মাওলানা এটিএম মা’ছুম

গত ৫ ও ৬ নভেম্বর টানা দুই দিনের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সমর্থন এবং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সাফল্যমণ্ডিত করায় সংগ্রামী দেশবাসী ও জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং অবরোধ চলাকালে দেশব্যাপী নেতাকর্মীদের জুলুম-নির্যাতন, গ্রেফতার-হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৬ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বিগত ২ দিনের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সমর্থন এবং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সাফল্যমণ্ডিত করায় আমি সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী দেশবাসী ও জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিরোধীদলকে নেতৃত্ব শূন্য করে জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন দমন করতেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া গত ২৪ ঘন্টায় পুরাতন এক মামলায় হাজিরা দিতে গিয়ে জামালপুর জেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী ও উপজেলা আমীর আদেল ইবনে আওয়ালসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং জামায়াতের শাখা সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বগুড়ার ৩ জন মহিলা রয়েছেন। বাড়িতে পুরুষ লোকদের না পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার শুধু ন্যক্কারজনকই নয়, অমানবিকও বটে। গত কয়েক দিন পূর্বে নাটোরে ৬ জন নেতাকর্মীকে নির্দয়ভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গত ৩ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশের স্বনামধন্য গাইনী ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ এবং ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাজশাহীর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (গাইনী বিভাগ) ডা. ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিজ বাসা থেকে ডেকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গায়েবি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। আমি এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

বিবৃতিতে তিনি বলেন, গত ৫ নভেম্বর রবিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান এবং রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনপ্রিয় নেতা মাহবুবুর রহমান মাহবুব নিজ ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এমন সময় পূর্ব থেকে রাস্তায় ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করে। এদিকে ২৯ অক্টোবর রবিবার রাত পৌণে ১২টার দিকে রাজশাহীর লক্ষ্মীপুরে চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে ডা. গোলাম কাজেম আলী (৪২) এবং একই দিন রাত ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় হোমিও চিকিৎসক এরশাদ আলী দুলালকে (৪৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। আমি এইসহ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

এ সকল ঘটনা প্রমাণ করে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। আমরা মনে করি, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকারের উচিত দেশের শান্তি-শৃঙ্খলার দিকে মনোযোগ দেয়া এবং দোষীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। নতুবা দেশ বিশৃঙ্খলার দিকে ধাবিত হতে পারে।

আমি মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা বিধান এবং আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”