২৯ অক্টোবর ২০২৩, রবিবার, ১২:২৪

জামায়াতে ইসলামীকে জড়িয়ে একাত্তর ও একুশে টিভিতে প্রচারিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

-হামিদুর রহমান আযাদ

একাত্তর টিভি ও একুশে টিভিতে প্রচারিত খবরে ‘বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় ২১ জন সাংবাদকর্মী আহত হয়েছে’ মর্মে যে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ ২৯ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“২৮ অক্টোবর মতিঝিল-পল্টন এলাকায় মহাসমাবেশের কর্মসূচি চলাকালীন ‘বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হামলায় ২১ জন সাংবাদিক আহত হয়েছে’ মর্মে জামায়াতে ইসলামীকে জড়িয়ে একাত্তর ও একুশে টিভিতে প্রচারিত সংবাদে যে সব তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একুশে টেলিভিশনের গাড়ী, সাংবাদিক, ক্যামেরা পারসন বা অন্য কোনো সাংবাদকর্মীর ওপর হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীর দূরতম কোনো সম্পর্ক নেই।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাংবাদিকগণ জাতির বিবেক। তারা সত্যকে জাতির সামনে তুলে ধরেন। জামায়াতে ইসলামী সবসময় কর্মসূচিতে সাংবাদিকদের সার্বিকভাবে সহযোগিতা করে থাকে। অতএব জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন বা তাদের আহত করার অভিযোগ সম্পূর্ণ অবান্তর।

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি একাত্তর ও একুশে টিভি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি প্রচার করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”