২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১২:০০

জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার হীনউদ্দেশ্যে সারাদেশে শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার হীনউদ্দেশ্যে সরকার সারাদেশে গ্রেফতার অভিযান চালিয়ে শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২৬ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, রাজধানী ঢাকায় জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার অসৎ উদ্দেশ্যে পুলিশ ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও উত্তর সাংগঠনিক থানা আমীর জনাব নাসির উদ্দিন, যশোর শহর সাংগঠনিক জেলার সহকারী সেক্রেটারি জনাব রিজাউল করিম, কুমিল্লা পূর্ব সাংগঠনিক জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দীন রনি এবং মেহেরপুরের মুজিবনগর থেকে পবিত্র কুরআন শিক্ষার ক্লাস হতে ৫ জন মহিলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। ফ্যাসিস্ট সরকার মেহেরপুরে পবিত্র কুরআনের ৫ জন নারী শিক্ষার্থীকে গ্রেফতার করে নিজেদেরকে ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রমাণ করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতের ঘোষিত ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বিঘ্ন ঘটাতে নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ও কর্মস্থলে তল্লাশি চালাচ্ছে। অভিযানকালে তারা বাসা-বাড়িতে থাকা লোকজনকে খারাপ ভাষায় গালি দিচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। ফ্যাসিস্ট আওয়ামী সরকার গ্রেফতার ও জুলুম-নির্যাতন চালিয়ে গোটা দেশকে আজ এক বৃহৎ কারাগারে পরিণত করেছে। আমি সরকারের এই সব দমন-পীড়ন ও গ্রেফতার-হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল। মিটিং-মিছিল করা যে কোনো বৈধ রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই গণতন্ত্রে বিশ্বাসী দল নয়। তারা কোনো ধরনের সমালোচনা বরদাশত করতে রাজি নয়। হামলা, মামলা, দমন-পীড়ন চালিয়ে প্রতিপক্ষকে দমিয়ে রাখা তাদের রাজনৈতিক পলিসি। ভোটাধিকার হরণকারী আওয়ামী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। দেশের জনগণ উৎপীড়ক সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা সরকারের সকল অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

অবিলম্বে জুলুম-নির্যাতন বন্ধ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত শতাধিক নেতাকর্মীর মুক্তি দাবি করছি। সেই সাথে ঘোষিত মহাসমাবেশের কর্মসূচি সফল করে তোলার এবং সরকারের কোনো ধরনের উস্কানি, অসাংবিধানিক ও গণতন্ত্র বিরোধী অপতৎপরতায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসী এবং সংগঠনের সর্বস্তরের জনশক্তির প্রতি আহবান জানাচ্ছি।”