৪ মে ২০১৭, বৃহস্পতিবার, ৬:৪৪

দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ও ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই এ কাল্পনিক রিপোর্টটি প্রকাশ করা হয়েছে

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “আত্মঘাতি সব জঙ্গির শেকড় মূলতঃ জামায়াত-শিবির” শিরোনামে আজ ৪ মে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ৪ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠ পত্রিকায় জঙ্গিবাদের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে প্রকাশিত রিপোর্টটি সর্বৈব মিথ্যা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই এ কাল্পনিক রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।

আমি দৃঢ়তার সাথে বলতে চাই, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী ইসলামী দল। নিউ জেএমবি বা আনসারুল্লাহ বাংলা টীমসহ কোন জঙ্গি সংগঠনের সাথে এবং নাশকতা ও আত্মঘাতি তৎপরতার সঙ্গে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না।

দৈনিক জনকণ্ঠ পত্রিকার রিপোর্টে জঙ্গি হিসেবে উল্লেখিত চাঁপাইনবাবগঞ্জের শিবনগর ত্রিমোহনীতে নিহত রফিকুল ইসলাম আবু ওরফে আবুল কালাম আযাদ ও তার শ্বশুড়ের পরিবার, মৌলভীবাজারে নিহত লোকমান, শোলাকিয়ায় হামলার পর নিহত শফিউল ইসলাম ডন, দিনাজপুরের সাজ্জাদ হোসেন ও আলবানী ওরফে হোজ্জা ওরফে শাহাদাত ওরফে মাহফুজ ইত্যাদি কারো সাথেই জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের কোন সংশ্লিষ্টতা থাকার প্রশ্ন অবান্তর। দৈনিক জনকণ্ঠে ইতোপূর্বেও এ ধরনের বহু অসত্য রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং আমরা সেগুলোর প্রতিবাদ যথারীতি করেছি। তা সত্ত্বেও তারা একই ধরনের ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট বারবার প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”