৬ অক্টোবর ২০২৩, শুক্রবার, ১০:০২

জামায়াত নেতা আব্দুল আহাদ কবিরাজসহ দেশের বিভিন্ন স্থান থেকে ২০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতে ইসলামী রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার সাবেক নায়েবে আমীর আব্দুল আহাদ কবিরাজসহ দেশের বিভিন্ন স্থান থেকে ২০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৬ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “আবদুল আহাদ কবিরাজ একজন প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ। পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে কোনো ওয়ারেন্ট ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে এবং ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবে এ বয়োবৃদ্ধ নেতাকে গ্রেফতার করেছে। অপরদিকে ৪ অক্টোবর রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ মিছিলের পরে শাহবাগ থানা জামায়াতের আমীর আহসান হাবিবসহ ৯ জন নেতাকর্মী এবং ৫ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি জাকির হোসেন ও কুমিল্লার লাকসাম থেকে ৩ জনসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ জন নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। আমি পুলিশের এইসব অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ডাকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে গত ৫ অক্টোবর বৃহস্পতিবার দেশের সকল উপজেলা/থানায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। পুলিশ জামায়াতের কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনে বিঘ্ন ঘটাতে সারাদেশে জামায়াতের নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ও কর্মস্থলে তল্লাশি চালিয়েছে। অভিযানকালে তারা অফিস ও বাসা-বাড়িতে থাকা লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। ফ্যাসিস্ট আওয়ামী সরকার গ্রেফতার ও জুলুম-নির্যাতন চালিয়ে গোটা দেশকে আজ এক বৃহৎ কারাগারে পরিণত করেছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল। মিটিং-মিছিল করা যে কোনো বৈধ রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। আওয়ামী লীগ কখনই গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দমন-পীড়ন চালিয়ে বিরোধী মতকে স্তব্ধ করে দিতে চায়। ভোটাধিকারসহ মানবাধিকার হরণকারী আওয়ামী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। দেশের জনগণ উৎপীড়ক সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা সরকারের সকল অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

অবিলম্বে গ্রেফতার ও হয়রানি বন্ধ করে জনাব আব্দুল আহাদ কবিরাজসহ গ্রেফতারকৃত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”