১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৮:৫৪

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র এর মুক্তির দাবি

-মাওলানা এটিএম মা’ছুম

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র এর মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৪ সেপ্টেম্বর নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।

“২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ করে তৈরিকৃত প্রতিবেদনের কারণে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রসহ কয়েকজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় জনাব আদিলুর রহমন খান শুভ্র ও নাসিরুদ্দিন এলানকে দুই বছরের কারাদ- দেয়া হয়। ২০১৩ সালে শাপলা চত্বরে যা ঘটেছিল তা দেশবাসীর জানা রয়েছে। ঘটনার বিবরণ তুলে ধরা কোনো অবস্থাতেই অপরাধের আওতায় পড়ে না। মূলত বিরোধী দলের কণ্ঠ রোধ করার প্রক্রিয়ার অংশ হিসেবেই আদিলুর রহমান খান শুভ্রকে সরকার শাস্তির ব্যবস্থা করেছে। বাংলাদেশে মানবাধিকারের বিপর্যয় সম্পর্কে দেশ-বিদেশের গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলাদেশের মানুষকে হত্যা করা সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। শাপলা চত্বরে হত্যাকা-ের সংবাদ পরিবেশনের কারণে মামলা দায়ের ও শাস্তি প্রদান সরকারের মানবাধিকার বিরোধী কর্মকা-ের আরেকটি নমুনা। আমরা অবিলম্বে আদিলুর রহমান খান শুভ্র ও নাসিরুদ্দিন এলানকে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”