১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৫:৫৪

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৪ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতই তীব্র ছিল যে, চারপাশের আকাশ-বাতাস কালো ধোঁওয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে কমপক্ষে ৫শ ব্যবসায় প্রতিষ্ঠান, দোকান-পাট এবং শপিংমল পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সব হারিয়ে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। আমি এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জ্ঞাপন করছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, মুহাম্মাদপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি তারা যেন শীঘ্রই এ বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন দাতা সংস্থা, রাজনৈতিক সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”