১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:২৯

‘ইউনাইটেড লইয়ার্স ফোরাম’এর আইনজীবীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা

-মাওলানা এটিএম মা’ছুম

আইনজীবীদের মোর্চা ‘ইউনাইটেড লইয়ার্স ফোরাম’ এর আইনজীবীদের ওপর পুলিশ হামলা করে প্রায় ৫০ জন আইনজীবীকে আহত করার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১২ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ, স্বঘোষিত ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা আইনজীবী সমিতির সামনে ‘ইউনাইটেড লইয়ার্স ফোরাম’ এর ব্যানারে আইনজীবীরা সমবেত হন এবং পদযাত্রা শুরু করেন। আইনজীবীরা ঢাকা বার ভবন থেকে প্রধান সড়কে প্রবেশ করলে পুলিশ আইনজীবীদের ওপর হামলা করে লাঠিপেটা শুরু করে। লাঠিচার্জে কমপক্ষে ৫০ জন আইনজীবী আহত হন। আমি সরকারের এই অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার জন সমর্থন হারিয়ে বেসামাল হয়ে পড়েছে। তারা কোনো সমালোচনা বরদাশত করতে রাজি নয়। আইনজীবীদের ওপর এই হামলা আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী। বর্তমান জুলুমবাজ সরকারের আমলে দেশের আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষ হামলা-মামলাসহ সকল প্রকার জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন। দেশের নাগরিকদের ওপর দমন-পীড়ন দিন দিন বেড়েই চলেছে। আমি সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আইনজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”