১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১০:৫৬

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে জনগণের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

গত ৮ সেপ্টেম্বর রাতে মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে সে দেশের জনগণের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক শোকবাণীতে বলেন,

“ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে সে দেশের জনগণের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে, প্রায় দুই হাজারের অধিক মানুষ নিহত ও অসংখ্য লোক আহত হয়েছে এবং বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ফলে বহু লোক গৃহহীন হয়ে পড়েছে। লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। মরক্কোর ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিশ্ববাসীর প্রতি আহবান জানাচ্ছি।

আমি আশা প্রকাশ করছি মহান আল্লাহর একান্ত অনুগ্রহে মরক্কো সরকার ও সে দেশের জনগণ শ্রীঘ্রই এ বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ভূমিকম্পে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”