৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:০১

রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইনসহ ৮ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইনসহ ৮ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৬ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এয়ারপোর্ট থানার পুলিশ বিনা কারণে রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ সিদ্দিক হোসাইনসহ ৮ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি বৈধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার চরম অন্যায়, অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত। আমি সরকারের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমান অগণতান্ত্রিক জালেম সরকার জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের লোকদের মৌলিক মানবাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়েছে। তারা তাদের সমালোচনা মোটেই সহ্য করতে রাজি নয়। জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। মিটিং-মিছিল ও সমাবেশ করা যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। কিন্তু সরকার বিরোধী দলকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না। সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সরকার যখন-তখন জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা সাজানো মামলা দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না।

অবিলম্বে এসব অন্যায় গ্রেফতার ও হয়রানি বন্ধ করে অধ্যক্ষ সিদ্দিক হোসাইনসহ রাজশাহী মহানগরী জামায়াতের ৮ জন নেতাকর্মী এবং সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”