২ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮:৩০

মোঃ মমিনুল হক সরকার ও এ্যাডভোকেট ইসরাফিলসহ ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মমিনুল হক সরকার, রূপগঞ্জ উত্তর সাংগঠনিক উপজেলা আমীর এ্যাডভোকেট ইসরাফিলসহ ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, বেশ কিছু দিন যাবত পুলিশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায় গ্রেফতার অভিযান পরিচালনা করছে। অভিযানকালে নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর ও তছনছ করা হচ্ছে এবং তাদের গ্রেফতার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীরা আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও সরকার তাদের মুক্তি দিচ্ছে না। জেল থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে পুলিশ পুনরায় তাদের গ্রেফতার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে আটকিয়ে রাখছে। তারই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মমিনুল হক সরকার, রূপগঞ্জ উত্তর সাংগঠনিক উপজেলা আমীর এ্যাডভোকেট ইসরাফিলসহ ১৫ জন জন নেতাকর্মীকে একটি ঘরোয়া মিটিং থেকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। গত ৩১ আগস্ট রাতে রাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক তানহার আলীকে পুলিশ বিনা কারণে গ্রেফতারা করেছে। একটি বৈধ রাজনৈতিক দলের ঘরোয়া মিটিং থেকে নেতাকর্মীদের গ্রেফতার চরম অন্যায়, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমি সরকারের এই সব অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক নয়। তারা বিরোধী মতের লোকদের কোনো গণতান্ত্রিক স্পেস দিতে চায় না। সমালোচনা সহ্য করার মত সৎ সাহস তাদের কখনই ছিল না, এখনও নেই। জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। মিটিং-মিছিল ও সমাবেশ করা যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। কিন্তু সরকার বিরোধী দলকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না। তারা জনগণের ভোটাধিকারসহ সকল নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকার যখন-তখন জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা সাজানো মামলা দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। জুলুম-নির্যাতনের পরিণতি কখনও শুভ হয় না। জুলুম-নির্যাতন চালিয়ে বিরোধী মতকে দমানো এবং ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না।

অবিলম্বে এসব অন্যায় গ্রেফতার ও হয়রানি বন্ধ করে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মমিনুল হক সরকারসহ ১৫ জন নেতাকর্মী এবং সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”