৩০ আগস্ট ২০২৩, বুধবার, ১:২৮

সাংবাদিক মোঃ জাকির হোসেন এবং শাহজাহান আলী মননের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মতিউর রহমান আকন্দ

নীলফামারী জেলার সৈয়দপুরে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মোঃ জাকির হোসেন এবং দৈনিক আনন্দবাজার পত্রিকার সাংবাদিক শাহজাহান আলী মননের উপর গত ২৮ আগস্ট রাত ৯টায় অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ৩০ আগস্ট প্রদত্ত বিবৃতিতে বলেন, “দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক জনাব জাকির হোসেন এবং এবং দৈনিক আনন্দবাজার পত্রিকার সাংবাদিক শাহজাহান আলী মননের উপর সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলা মূলত স্বাধীন সাংবাদিকতার উপর হামলার শামিল।

সন্ত্রাসীরা হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ও শ্বাসরোধ করে জাকির হোসেনকে হত্যার চেষ্টা করেছে। দুর্বৃত্তদের হামলায় তার হাত কেটে গিয়েছে। তার বুকে ও মাথায় গুরুতরভাবে আঘাত লেগেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তদের হামলায় জাকির হোসেনের সাথে থাকা দৈনিক আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি শাহজাহান আলী মনন আহত হয়েছেন। বর্তমান সরকারের আমলে দেশের সাংবাদিক সমাজ হামলা-মামলাসহ নানাভাবে জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন। সরকার সাংবাদিকদের উপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করে বিচার না করার কারণেই এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড দিন দিন বেড়েই চলেছে।

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক জাকির হোসেন ও দৈনিক আনন্দ বাজার পত্রিকার সাংবাদিক শাহজাহান আলী মননের উপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”