২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৭:১১

দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২৪ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, গত কয়েক দিন যাবত পুলিশ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালাচ্ছে। অভিযানকালে বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হচ্ছে। নেতাকর্মীদের না পেয়ে কোথাও কোথাও বৃদ্ধ পিতা-মাতা, মহিলা ও শিশুদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ২৩ আগস্ট ২০২৩ বুধবার দিনব্যাপী গুলিস্তান- ফুলবাড়িয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ বিনা কারণে আন্যায়ভাবে অর্ধশতাধিক জামায়াত-শিবিরের নেতাকর্মী ও নিরীহ পথচারিসহ সাধারণ জনগণকে আটক করেছে। ২৩ আগস্ট এশার নামাজের পর মসজিদের সামনে থেকে মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলামসহ ২ জন, বাগেরহাট থেকে ১ জন, ফরিদপুরের বোয়ালমারী থেকে ৫ জন, ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ১৩ জনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রায় শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি বর্তমান জালেম সরকারের জুলুম-নির্যাতন ও গেধফতারের তীবধ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। মিটিং-মিছিল ও সমাবেশ করা যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। কিন্তু সরকার বিরোধী দলকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না। বর্তমান জালেম সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। সরকার ক্ষমতা হারানোর ভয়ে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যাও সাজানো মামলা দিয়ে গ্রেফতার অভিযান পরিচালনা করছে। সরকার জনগণের ভোটাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়েছে। দেশকে আজ পুলিশি রাষ্টেধ পরিণত করেছে। গ্রেপ্তার, জেল-জুলুম হুলিয়া, গুম, খুন করে বিরোধী মতকে দমানো যাবে না। জুলুম-নির্যাতনের পরিণতি কখনও শুভ হয় না। এ সরকারের পতন অনিবার্য।

অবিলম্বে এসব অন্যায় গ্রেফতার ও হয়রানি বন্ধ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”