২২ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ২:০৫

জামায়াতের নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার এবং সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা ও জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার এবং সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা ও জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২২ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালের পর পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে এবং বাড়ি-ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করেছে। মহিলা ও শিশুদের ভয়ভীতি দেখিয়ে মানসিক নির্যাতন করেছে। সরকার দলীয় সন্ত্রাসীরা জামায়াতের নেতাকর্মীদের শারীরিক নির্যাতন করে আটকিয়ে রেখে পুলিশের কাছে সোপর্দ করেছে। ২২ আগস্ট সিরাজগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় রাতভর অভিযান চালিয়ে জামায়াতের নেতাকর্মীদের বাড়ি-ঘর তছনছ করে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। গত ১৮ আগস্ট শুক্রবার সিরাজগঞ্জ জেলার ভূঁইয়াগাতী দারুল উলুম কওমী মাদরাসার মুহতামীম ও ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ড মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি মাসুম বিল্লাহ এবং রায়গঞ্জ থানার মাঝুরিয়া গ্রামের বাসিন্দা মাওলানা মেহেদি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর মাগফিরাত কামনা করে মুনাজাত করায় ১৯ আগস্ট সলঙ্গা থানার পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে চালান দিয়েছে। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর একটি ফেসবুক পোস্ট শেয়ার করায় ২০ আগস্ট কুষ্টিয়ার মিরপুর উপজেলার একজন স্কুল শিক্ষককে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা তার বাহিনী দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে অকথ্য শারীরিক নির্যাতন করেছে। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরীকে ২১ আগস্ট পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। ২১ আগষ্ট কুমিল্লার বিভিন্ন উপজেলায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন আমীর সোলাইমান হোসাইন, হোমনা উপজেলার কর্মী হামদু মিয়া ও চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের কর্মী শরীফকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে। আমি সরকারের এইসব গ্রেফতার, জুলুম-নির্যাতন এবং সরকার দলীয় সন্ত্রাসীদের পৈশাচিক আচরণের তীবধ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকার বুঝতে পেরেছে তাদের দিন ঘনিয়ে এসেছে। সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারা দেশে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। বর্তমান জালেম সরকারের কাছে দেশের কোনো মানুষই নিরাপদ নয়। সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে ও ভয়ভীতি দেখিয়ে চলমান গণআন্দোলন দমন করতে চায়। জুলুম-নির্যাতনের ফল কখনও শুভ হয় না। অতীতে কোনো সরকারই মানুষের অধিকার আদায়ের আন্দোলন দমাতে পারেনি, বর্তমান জালেম সরকারও পারবে না, ইনশাআল্লাহ।

অবিলম্বে জুলুম-নির্যাতন, গ্রেফতার ও হয়রানি বন্ধ করে সারাদেশে আটককৃত সকল জামায়াত নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”