১৮ আগস্ট ২০২৩, শুক্রবার, ১২:৪২

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

প্রবীণ সাংবাদিক জনাব শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৮ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় দায়েরকৃত একটি মামলায় গত ১৭ আগস্ট প্রবীণ সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনাব শফিক রেহমান এবং জনাব মামুদুর রহমান দুজনই বলিষ্ঠ কলম সৈনিক। তারা বর্তমান ফ্যাসিস্ট সরকারের অপকর্মের বিরুদ্ধে সদা তৎপর ছিলেন, আর এজন্যই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসা বশত এই রায় প্রদান করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে প্রবীণ সাংবাদিক জনাব শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রদত্ত সাজা বাতিল এবং দায়েরকৃত মামলা প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”