১২ আগস্ট ২০২৩, শনিবার, ১২:৫৪

পাবনা জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুল গাফ্ফার খানসহ ১৩ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুল গাফ্ফার খানসহ ১৩ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১২ আগস্ট এক বিবৃতি প্রদান করেন।

তিনি বলেন, ১২ আগস্ট সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুল গাফ্ফার খানসহ ১৩ নেতাকর্মীকে ফরিদপুর থানা পুলিশ বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। কী কারণে তাঁদেরকে গ্রেফতার করা হলো, তা আমাদের বোধগম্য নয়। এই গ্রেফতার পুুলিশের স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই নয়। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, সরকার গত ১৫ বছর যাবত জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর যে জুলুম-নির্যাতন চালাচ্ছে, তারই অংশ হিসেবে জামায়াতের এই সব নিরীহ ও নির্দোষ নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর জুলুম ও নির্যাতন চালিয়ে অতীতে যেমন কোনো সরকারই ক্ষমতায় আঁকড়ে থাকতে পারেনি, তেমনি বর্তমান জালেম সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অধ্যাপক মাওলানা আবদুল গাফ্ফার খানসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা পূর্বক তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং সংসদ ভেঙে দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”