১০ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ১২:২২

হাতিরঝিল পশ্চিম থানা আমীর ইউসুফ আলী মোল্লাসহ মাদারিপুর ও মেহেরপুর থেকে ১১ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

হাতিরঝিল পশ্চিম থানা জামায়াতের আমীর ইউসুফ আলী মোল্লাসহ মাদারিপুর ও মেহেরপুর থেকে মোট ১১ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১০ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পশ্চিম থানা আমীর জনাব ইউসুফ আলী মোল্লা গত ৬ আগস্ট রাজনৈতিক হয়রানিমূলক দুটি মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। ৯ আগস্ট জেল থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে আবারো তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মিথ্যা মামলায় রি-এরেস্ট করা হয়। যা সম্পূর্ণ আইন বিরোধী এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অপর দিকে ৯ আগস্ট মাদারিপুর জেলার সদর থানার একটি ঘরোয়া বৈঠক থেকে ইউনিয়ন আমীরসহ ৭ জন এবং মেহেরপুর জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা মোঃ রুহুল আমীনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা এসব অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পুরো জাতি যখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ, ঠিক সেই মুহূর্তে সরকার জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে গ্রেফতার করে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। জুলুম-নির্যাতন ও মামলা-হামলা দিয়ে চলমান গণআন্দোলন দমন করা যাবে না, ইনশাআল্লাহ।

অবিলম্বে জনাব ইউসুফ আলী মোল্লাসহ সারা দেশে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”