৭ আগস্ট ২০২৩, সোমবার, ৮:২৮

মাওলানা হাবিবুল্লাহ রুমি এবং জনাব খাইরুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

মাওলানা হাবিবুল্লাহ রুমি এবং জনাব খাইরুল ইসলামকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৭ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“পুলিশ গত ৫ আগস্ট জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের দারুসসালাম থানার আমীর মাওলানা হাবিবুল্লাহ রুমিকে মিরপুর-১ মাজার রোড থেকে এবং ৬ আগস্ট বিকাল ৫টায় কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খাইরুল ইসলামকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। পুলিশ অন্যায়ভাবে তাদের গ্রেফতার করে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, আইন অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে কোর্টে সোপর্দ করতে হয়। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, মাওলানা রুমিকে গ্রেফতারের দুইদিন পর পুলিশ ৭ আগস্ট কোর্টে হাজির করেছে। এটা আইনের শাসনের পরিপন্থি। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানি করে আইনের সীমা লংঘন করছে। জনগণ আজ ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে। জুলুম-নির্যাতন করে চলমান আন্দোলন দমন করা যাবে না।

মাওলানা হাবিবুল্লাহ রুমি এবং জনাব খাইরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”