৫ আগস্ট ২০২৩, শনিবার, ১:৩৮

সাংবাদিক মঞ্জুর হোসেনকে ট্রাকের নীচে ফেলে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মতিউর রহমান আকন্দ

গত ৪ আগস্ট গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় সাংবাদিক মঞ্জুর হোসেনকে ট্রাকের নীচে ফেলে নির্মমভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ৫ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোট বাজালিয়া বাজারের পাশে ভাকোয়াদি-কাপাসিয়ার আঞ্চলিক সড়কে সাইড না দেয়াকে কেন্দ্র করে বাক-বিতন্ডার জেরে ট্রাকের ড্রাইভার দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং সাপ্তাহিক গাজীপুর দর্পণের প্রধান সম্পাদক জনাব মঞ্জুর হোসেনকে ট্রাকের নীচে ফেলে নির্মমভাবে হত্যা করেছে। একজন সাংবাদিককে হিংসার বসে ইচ্ছাকৃতভাবে ট্রাকের নীচে ফেলে নির্মমভাবে হত্যা করার নৃশংস ও নির্মম-নিষ্ঠুর ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। আমি এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাক-বিতন্ডার কারণে একজন সাংবাদিককে ট্রাকের নীচে ফেলে হত্যা করে প্রতিহিংসা চরিতার্থ করার ঘটনা কোনো সভ্য সমাজে কখনো কল্পনাও করা যায় না। এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে নিহত সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের রুহের মাগফিরাত কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”