১৫ জুলাই ২০২৩, শনিবার, ১০:১৮

সিলেট মহানগর জামায়াতের ১৫ জুলাইয়ের সমাবেশের অনুমতি না দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার উদ্যোগে ১৫ জুলাই পূর্ব নির্ধারিত সমাবেশের অনুমতি না দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৫ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ১৫ জুলাই শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য গত ৫ জুলাই পুলিশ প্রশাসনের নিকট সার্বিক সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছিল। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছিল। ১৪ জুলাই রাতে সমাবেশের অনুমতি দেয়া হয়নি মর্মে সিএমপির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়। আমরা প্রশাসনের এ ধরনের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, নির্বাচনের বাকী আর মাত্র ছয় মাস। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে এটাই স্বাভাবিক। এটি সকল রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত অধিকার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সরকার একদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে, অপরদিকে বিরোধী মতের দল ও সংগঠনগুলোকে সভা-সমাবেশের অনুমতি দিচ্ছে না। গণতান্ত্রিক বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তাদের বক্তব্য তুলে ধরেছেন। কর্তৃত্ববাদী সরকার অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে একটি সাজানো ষড়যন্ত্রমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার আবারো একতরফা ও ষড়যন্ত্রমূলক নির্বাচনের অপতৎপরতা অব্যাহত রাখলে দেশ এক অনাকাক্সিক্ষত সংঘর্ষের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আমরা সিলেটের সমাবেশকে কেন্দ্র করে সরকারি ষড়যন্ত্র তথা সংঘাত-সংঘর্ষ এড়িয়ে আগামী ২১ জুলাই শুক্রবার সমাবেশ করার ঘোষণা করেছি। আমরা আশা করছি আগামী ২১ জুলাই সিলেট মহানগর শাখার সমাবেশ বাস্তবায়নে প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন। সেই সাথে সরকারের সকল অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”