১ জুলাই ২০২৩, শনিবার, ১২:২৩

সুইডেনের স্টকহোমে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-অধ্যাপক মুজিবুর রহমান

সুইডেনের স্টকহোমে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“২৮ জুন বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এক ব্যক্তির পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনা অত্যন্ত ঘৃণিত, অসম্মানজনক ও উস্কানীমূলক। এ ঘটনা গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। আমরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন দেশে মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো হয়েছে, যা ধর্মীয় অনুভূতির উপর মারাত্মক আঘাত। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাক স্বাধীনতার নামে এ জাতীয় কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এটি একটি ঘৃণ্য কাজ। অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে গণতন্ত্রের নামে চালিয়ে দেয়া ঠিক নয়। এ ধরনের কান্ডজ্ঞানহীন কাজ সমাজে শুধু ঘৃণা-বিদ্বেষই সৃষ্টি করে না, সহিংসতারও জন্ম দেয়।

আমরা পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সুইডেন সরকারের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য ওআইসি এবং মুসলিম বিশ্বের প্রতি আহবান জানাচ্ছি।