২৭ জুন ২০২৩, মঙ্গলবার, ১২:৩৫

২৭ জুন দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মতিউর রহমান আকন্দ

২৭ জুন দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘আল কায়েদার কৌশলে জঙ্গি তৈরির ছক কষে শারক্বীয়া’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে ‘নতুন জঙ্গী সংগঠন জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে জামায়াত-শিবিরের যোগসূত্র থাকার বিষয়ে তথ্য প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা’ মর্মে যে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ২৭ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকন্ঠ পত্রিকার রিপোর্টে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে সব আজগুবি তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দৈনিক জনকন্ঠ পত্রিকার রিপোর্ট সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো দৈনিক জনকণ্ঠ পত্রিকাটি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত যে তথ্য সন্ত্রাস চালিয়ে আসছে ২৭ জুন প্রকাশিত রিপোর্টটি তারই ধারাবাহিকতা মাত্র। আমরা সুস্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এ দেশে প্রকাশ্যে গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করছে। কোনো গোপন সংগঠন কিংবা জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কোনো সম্পর্ক থাকার প্রশ্নই আসেনা। বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সব কাজ সম্পর্কে জানা ও তাদের আর্থিক সহযোগিতা করার প্রশ্ন সম্পূর্ণ অবান্তর।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে এ ধরনের ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”