৭ জুন ২০২৩, বুধবার, ৪:৪৭

ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ১৫ জন আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন লোক নিহত এবং ১৫ জন লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৭ জুন এক শোকবাণী প্রদান করেছেনঃ-

শোক বিবৃতিতে তিনি বলেন, ৭ জুন ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক নিয়ে একটি পিক-আপ ভ্যান পার্শ্ববর্তী ওসমানীনগরের গোয়ালবাজারে যাচ্ছিল। নাজির বাজারে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাকের সাথে পিক-আপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ মারাত্মক দুর্ঘটনায় এ পর্যন্ত ১৫ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে একজন নারী শ্রমিক রয়েছেন। সংঘর্ষে অপর ১৫ জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাণহানীর এই ঘটনা খুবই দুঃখজনক।

তিনি আরো বলেন, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

দুর্ঘটনার কারণ উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”