১ অক্টোবর ২০১৬, শনিবার, ৫:৩২

মাওলানা তোফায়েল আহমদ খান ও মাওলানা জালাল উদ্দিনসহ ৪ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারে তীব্র প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, সুনাগঞ্জ জেলার ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জালাল উদ্দিনসহ ৪ জন নেতা-কর্মীকে গত ৩০ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার জন্য যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা তোফায়েল আহমাদ খানসহ জামায়াতের ৪ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

সরকার জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া একদলীয় শাসন দীর্ঘায়িত করার জন্যই সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করে জামায়াতে ইসলামীকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। এভাবে একদলীয় স্বৈরশাসন পাকাপোক্ত করার জন্য জামায়াতসহ বিরোধী দলের উপর জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার অভিযান চালিয়ে সরকার দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জুলুমবাজ সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় পৌঁছে গেছে। সরকারের গণগ্রেফতার ও দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করে অবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা তোফায়েল আহমাদ খানসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”