২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার, ৫:৩১

সারা দেশে ইসলামী ছাত্রী সংস্থা ও শিবিরের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ

খুলনা মহানগরী জামায়াতের মহিলা রুকন মনোয়ারা বেগম, ইসলামী ছাত্রী সংস্থার ১ জন সদস্যা, ২ জন কর্মী ও ইসলামী ছাত্রশিবিরের ১জন কর্মীকে এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী রিয়াজুল জান্নাত সুমাইয়া, সহ-সভানেত্রী তানিয়া আখতারসহ ৪জন ছাত্রী ও ১ জন গৃহবধূকে এবং নোয়াখালীর সোনাইমুড়িতে জামায়াত কর্মী দেলোয়ার হোসেন মানিককে গত ২৭ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৮ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পুলিশ রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই খুলনা মহানগরীতে, বোয়ালখালী উপজেলায় ও সোনাইমুড়িতে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রীসংস্থার নেত্রী-কর্মী ও ছাত্রশিবিরের ১জন কর্মীকে এবং একজন গৃহবধূকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। পুলিশ তাদের নিকট থেকে বে-আইনী কোন কিছুই পায়নি।

সারাদেশেই পর্দানশীন ধার্মিক মহিলা এবং ছাত্র-ছাত্রীরা সরকারের রাজনৈতিক হয়রানী ও জুলুমের শিকার হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সরকার সারাদেশে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রীসংস্থা ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকারের এ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

খুলনা মহানগরী জামায়াতের মহিলা রুকন মনোয়ারা বেগম ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা শাখা ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী রিয়াজুল জান্নাত সুমাইয়াসহ সারাদেশে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”