১৫ মার্চ ২০২৩, বুধবার, ৮:৫৬

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের সন্ত্রাস, নৈরাজ্য ও পুলিশী তান্ডবতার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের সন্ত্রাস, নৈরাজ্য ও পুলিশী তান্ডবতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৫ মার্চ এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনের প্রথম দিন আওয়ামীপন্থী আইনজীবীগণ নির্বাচনের বুথ দখল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জোরপূর্বক বের করে দেওয়া এবং পুলিশ কর্তৃক আইনজীবী ও সাংবাদিকদের ওপর লাঠিচার্জ-এর ঘটনা সুপ্রিম কোর্টের ইতিহাসকে কলঙ্কিত করেছে। সর্বোচ্চ আদালতের ভিতরে প্রবেশ করে পুলিশ আইনজীবী ও সাংবাদিকদের যেভাবে পিটিয়েছে তা নজিরবিহীন এবং কলঙ্কজনক। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীগণ সংবিধান, আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছেন। তারা সকলের নিকট সম্মান ও শ্রদ্ধাভাজন। পুলিশ তাদের গায়ে হাত তুলে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে।

গত কয়েক দিন যাবত সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচন নিয়ে যা ঘটে আসছে তা কোনো সভ্য দেশে কাম্য হতে পারে না। নির্বাচন কমিশন পদত্যাগের পর আওয়ামীলীগ তাদের দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশন ঘোষণা করে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নেয়ার যে কূটকৌশল অবলম্বন করেছে তার মাধ্যমে প্রমাণিত হল এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে পারে না।

আমরা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আইনজীবী ও সাংবাদিকদের লাঞ্ছনা এবং সুপ্রিম কোর্টের নির্বাচনকে কলঙ্কিত করার আওয়ামীকরণের প্রচেষ্টার নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। সেই সাথে দেশের সকল গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল, পেশাজীবী সম্প্রদায় ও সর্বস্তরের জনগণকে এই স্বৈরশাসকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে নিজেদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”