১০ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:৩৭

চাঁদপুর এবং পঞ্চগড়ে জামায়াতের ১৭ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

জামায়াতে ইসলামীর ১৭ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১০ মার্চ এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “৯ মার্চ রাতে চাঁদপুর থেকে শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর জনাব মোস্তফা কামালসহ ১৪ জন নেতাকর্মী ও ৮ মার্চ পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর ৩ জন নেতাকর্মীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়।

এদিকে ১০ মার্চ জামালপুর জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাঈদ বিন আকবরসহ ৪ জন নেতাকর্মী মাদারগঞ্জ উপজেলার চরনাঙলার বাঘের মাথা বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি কাজ করছিলেন। এ সময় তারা সরকার দলীয় কতিপয় দুষ্কৃতিকারীর হামলার শিকার হন। এতে মাওলানা সাঈদ বিন আকবরের দাঁত ভেঙে যায়।

আমি উপরোক্ত দুইটি অন্যায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং এই আন্দোলন ক্রমেই বেগবান হচ্ছে। এতে সরকার ভীত হয়ে সারা দেশে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। গ্রেফতার করে ও মামলা দিয়ে সরকার জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশবাসী মনে করে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের পরিণতি কখনো শুভ হয় না।

গণতন্ত্র হরণকারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”