৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১:১৬

মাওলানা রফিকুল ইসলাম খানকে জামিনের পর জেলগেট থেকে পুনরায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে জামিনের পর জেলগেট থেকে পুনরায় গ্রেফতারেরর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৯ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর গ্রেফতারের পর মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে জামিন পাওয়ার পর ৯ মার্চ সন্ধ্যায় জেল গেট থেকে আবারো আটক করা হয়।

তিনি আরো বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর মুক্তি না দিয়ে গ্রেফতারের ঘটনা দেশের আইন, সংবিধান এ মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ঘটনার মাধ্যমে সরকার রফিকুল ইসলাম খানের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, রফিকুল ইসলাম খান অসুস্থ। দীর্ঘ দেড় বছর কারাগারে মানবেতর জীবন-যাপন করছেন। সেখানে সঠিক চিকিৎসা পাচ্ছেন না।

অবিলম্বে মাওলানা রফিকুল ইসলাম খানকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”