১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ৮:১১

আলেমগণকে অশালীন ভাষায় গালমন্দ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাসদের নেতা বাদল দেশের আলেমগণকে অকথ্য অশালীন ভাষায় গালমন্দ করে তার ইসলাম বিরোধী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশ করলেন

জাসদের নেতা মঈন উদ্দিন খান বাদল দেশের আলেমগণকে অশালীন ভাষায় গালমন্দ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ১৮ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জাসদের নেতা মঈন উদ্দিন খান বাদল দেশের আলেমগণকে অকথ্য অশালীন ভাষায় গালমন্দ করে তার ইসলাম বিরোধী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশ করলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে আলেমগণের সাথে সখ্যতা গড়ে তোলার কথা প্রচার করছেন অন্যদিকে তার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক দল জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদল আলেমদের অশালীন ভাষায় গালমন্দ করেছেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বৈত নীতিই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো। এ জাতীয় অপতৎপরতা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না।

মঈন উদ্দিন খান বাদলের মনে রাখা উচিত তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নন। তিনি ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে এমপি পদটি দখল করেছেন। জনগণের নিকট দায়বদ্ধ নন বলেই তিনি এমন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সত্যিই আলেমগণকে সম্মান করেন তাহলে মঈনউদ্দিন খান বাদলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”