১ নভেম্বর ২০১৬, মঙ্গলবার, ৫:২১

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় জামায়াতকে জড়িয়ে প্রকাশিত রিপোর্টের কোন ভিত্তি নেই

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় “সেক্রেটারি নিয়ে দ্বিধায় জামায়াতের নতুন আমির” শিরোনামে আজ ১লা নভেম্বর প্রকাশিত বানোয়াট, আজগুবি ও বিভ্রান্তিকর রিপোর্টের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১লা নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এ রিপোর্টের কোন ভিত্তি নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল কে হবেন তা নিয়ে সংগঠনের আমীর জনাব মকবুল আহমাদের কোন দ্বিধা নেই। এ নিয়ে আমীরে জামায়াতের সিদ্ধান্ত হীনতায় ভোগার প্রশ্নই আসে না। তার মানসিক অবস্থা আগের মতই অটুট রয়েছে। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার নির্বাচনই এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। কাজেই কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক হওয়ার প্রশ্নই আসে না। এতেই বুঝা যায় এ রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংশ্লিষ্ট সকলের পরামর্শক্রমেই তিনি তার আস্থাভাজন ব্যক্তিকে জামায়াতের সেক্রেটারী জেনারেল হিসেবে নিয়োগদান করবেন। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন অবকাশ নেই।

এ ধরনের বিভ্রান্তিকর খবর পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”