১৮ জানুয়ারি ২০২৩, বুধবার, ৭:০৪

দেশের শিল্পখাতে গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বর্তমান কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়ার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে

-মাওলানা এটিএম মা’ছুম

দেশের শিল্পখাতে গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৮ জানুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১৮ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে ক্যাপটিভ পাওয়ার (শিল্প কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন) খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা, বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা এবং ক্ষুদ্র শিল্পে ১০ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত গত ১৪ বছরে গ্যাসের দাম বাড়ানো হলো ৯ বার। গ্যাসের মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী। আমরা গ্যাসের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গত কয়েকদিন পূর্বেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এখন আবার গ্যাসের দাম বাড়ানো হলো। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে দেশের শিল্পখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সকল অর্থনৈতিকখাতে এর বিরূপ প্রভাব পড়বে। শিল্পপতি ও ব্যবসায়ীরা গ্যাসের অতিরিক্ত খরচ সামাল দিতে উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হবে। ফলে এই মূল্য বৃদ্ধির সামগ্রিক চাপ পড়বে দেশের সাধারণ জনগণের উপর। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মূলস্ফীতি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক দুরবস্থার কারণে আয়-উপার্জন কমে গিয়ে দেশের মানুষের এমনিতেই নাভিশ্বাস। এখন নতুন করে আবারো গ্যাসের দাম বৃদ্ধি করায় তা আরো ব্যাপক আকার ধারণ করবে।

এই সরকারের আমলে বার বার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। জনমতের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। দুর্নীতি, লুটপাট ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বর্তমান কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়ার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।

আমরা অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”