২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ৯:৩১

ইডেন মহিলা কলেজে ভর্তি বাণিজ্য, অনৈতিক কর্মকাণ্ড ও সৃষ্ট সন্ত্রাসের নিন্দা ও প্রতিবাদ

-নূরুন্নিসা সিদ্দীকা

দেশের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি বাণিজ্য, অনৈতিক কর্মকাণ্ড ও সৃষ্ট সন্ত্রাসের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকা ২৬ সেপ্টেম্বর নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ। এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে প্রায় ৩৫ হাজার ছাত্রী। এই প্রতিষ্ঠান থেকে পাশ করে দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন এ কলেজের হাজার হাজার প্রাক্তন ছাত্রী। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনাও এ কলেজেরই ছাত্রী ছিলেন। একের পর এক অনৈতিক ও বিতর্কিত ঘটনায় আজ এ প্রতিষ্ঠানের অতীতের সকল অর্জন ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

২৪ সেপ্টেম্বর শনিবার রাত থেকে ক্ষমতাসীন দলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে সাধারণ ছাত্রীসমাজ আতংকিত ও জিম্মী হয়ে পড়েছে। শিক্ষার সার্বিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। ক্ষমতাসীন দলের দুগ্রুপের ছাত্রীরা মুখোমুখি অবস্থান নিলে শুরু হয় মারামারি। এহেন পরিস্থিতিকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমে বেরিয়ে আসে ক্ষমতাসীন দলের ছাত্রীদের অপরাধের সব ভয়ঙ্কর চিত্র!

বিবৃতিতে তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানে আজ শিক্ষার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেত্রীরা সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে বেপরোয়া ক্ষমতা দেখানো, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, ক্যান্টিনে চাঁদাবাজি, ছাত্রীদের জোরপূর্বক অনৈতিক কাজে নিয়োজিত করাসহ নানাবিধ অপকর্মের কারণে সাধারণ ছাত্রী ও অভিভাবক মহলসহ গোটা জাতি উদ্বিগ্ন ও শংকিত হয়ে পড়েছেন। আমরা এ সব অন্যায় ও গর্হিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শীঘ্রই এ পরিস্থিতি উত্তরণে এবং ছাত্রীদের নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। সেই সাথে কলেজ অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ আশা করছি ”