১৭ আগস্ট ২০২২, বুধবার, ১২:৫৯

সরকারের গোয়েন্দা সংস্থা পরিচালিত গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ নামক নির্যাতন সেল সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ

জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে নির্যাতনের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহবান

-মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা পরিচালিত গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ নামক নির্যাতন সেল সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে ও জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে নির্যাতনের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৭ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেনঃ-

বিবৃতিতে তিনি বলেন, “সুইডেন থেকে নেত্রনিউজ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত হয়। পত্রিকাটি বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা পরিচালিত গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে ‘আয়নাঘর’ নামক গোপন বন্দিশালায় বিরোধী রাজনৈতিক দলের বহু নেতাকর্মীকে ধরে নিয়ে বন্দি করে রাখা হয়েছে এবং তাদের উপর ভয়াবহ পাশবিক অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। দেশবাসী মনে করেন, বর্তমান সরকার বিনাভোটে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলেই তারা বিরোধী মতের নেতাকর্মীদের উপর এমন ভয়াবহ নির্যাতন চালাচ্ছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর সরকারের গোয়েন্দা সংস্থার এই ভয়াবহ জুলুম-নির্যাতনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, নেত্রনিউজের এই সংবাদ প্রতিবেদন প্রচারের পরে এমনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার ১৫ আগস্ট স্টেটমেন্ট দিয়েছে। ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের এই চিত্র অবশ্যই জঘন্যতম একটা ঘটনা। এমনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমানে বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনারকে বলেছেন যে, ‘আপনি এটার নিন্দা করেন এবং এ সম্পর্কে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করেন।’

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হাজার হাজার বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গুম ও খুন করেছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে বহুবার আকুতি জানানো সত্ত্বেও সরকারের কাছ থেকে কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই আমরা জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহবান জানাচ্ছি।”