১১ মে ২০২২, বুধবার, ৯:৫০

ড. রেদোয়ান আহমেদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১১ মে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “গত ৯ এপ্রিল কুমিল্লার চান্দিনায় একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বিনা উস্কানিতে আক্রমণ করে। এসময় তিনি আত্মরক্ষার্থে সংশ্লিষ্ট থানায় আশ্রয় গ্রহণ করেন। থানা পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ড. রেদোয়ান আহমেদকে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। গতকাল আদালতে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে একটি দলীয় প্রোগ্রামে অংশগ্রহণের সময় এভাবে গ্রেফতার ও নাযেহাল করার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এটি কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”