১৮ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার, ৯:০৫

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

দেশের বিশিষ্ট নাগরিক ও গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৮ ফেব্রুয়ারি নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিএফ) এর উদ্যোগে ‘রাজবন্দির মুক্তি দাও’ শীর্ষক এক সভায় বক্তৃতাদানকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারে ভুল করেছেন প্রধানমন্ত্রী। আবদুল কাদের মোল্লাকে কসাই কাদের সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আবদুল কাদের মোল্লা ১৯৭১ সালে ছাত্র ইউনিয়ন করতেন।’ তিনি ২ জন মন্ত্রীর নাম উল্লেখ করে বলেন, ‘তারা ঐ সময় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। আবদুল কাদের মোল্লাকে কসাই কাদের সাজিয়ে ফাঁসির দণ্ড দেওয়ায় এই বিচার সঠিক হয়নি। অপরদিকে আল্লামা সাঈদীর ব্যাপারে ট্রাইবুনালের বিচার সঠিক হয়নি। সাঈদী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রকৃত সত্যের একটি ক্ষুদ্র অংশ প্রকাশ করেছেন মাত্র। তাতেই সরকার তা সহ্য করতে পারছে না। ডা. জাফরুল্লাহ চৌধুরীকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে যে মামলা করা হয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”