১৩ ফেব্রুয়ারি ২০২২, রবিবার, ৯:৪৭

মেহেরপুর জেলার নায়েবে আমীরসহ ৩৫ জনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার নায়েবে আমীরসহ ৩৫ জনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৩ ফেব্রুয়ারি নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সরকার বিনা কারণে জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার নায়েবে আমীর জনাব মাহবুবুর রহমান, সেক্রেটারি জনাব ইকবাল হোসাইন, সমাজকল্যাণ সেক্রেটারি জনাব জার্জিস হোসাইনসহ ৩৫ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামীর আমীরসহ ৫ জন নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। সকল ষড়যন্ত্র এবং সরকারি জুলুম-নির্যাতন বুকে ধারণ করে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জামায়াতের সকল তৎপরতা প্রকাশ্য ও নিয়মতান্ত্রিক। জামায়াত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। সরকার অন্যায়ভাবে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত নেতাকর্মীদেরকে গ্রেফতার অব্যাহত রেখেছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গ্রেফতার সরকারের একটি রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। মেহেরপুরে ৩৫ জন নেতাকর্মীকে গ্রেফতার সরকারের জুলুম-নির্যাতনের ধারাবাহিকতা মাত্র। আমরা সরকারের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গ্রেফতার, জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে কোনো আন্দোলনকে স্তব্ধ করা যায় না। জামায়াতকেও দমন করা যাবে না ইনশাআল্লাহ। বরং সরকার তার অপকর্মের কারণে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। দেশে এবং বিদেশে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তি সোচ্চার হচ্ছেন। সরকার যদি শুভবুদ্ধির পরিচয় দিয়ে জুলুম-নিপীড়ন বন্ধ না করে, তাহলে তাদেরকে ইতিহাসের করুণ পরিণতি বরণ করতে হবে।

জুলুম-নিপীড়ণ-গ্রেফতার বন্ধ করে অবিলম্বে মেহেরপুর জেলার নায়েবে আমীর জনাব মাহবুবুর রহমান, সেক্রেটারি জনাব ইকবাল হোসাইন ও সমাজকল্যাণ সেক্রেটারি জনাব জার্জিস হেসাইনসহ গ্রেফতারকৃত ৩৫ জন নেতা-কর্মী এবং সারাদেশে আটক সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”