৮ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ১২:৩৫

সন্দেহের বশবর্তী হয়ে কোনো নাগরিককে আটক সম্পূর্ণ অন্যায়, বেআইনী ও অসাংবিধানিক

-মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক উপজেলার সেক্রেটারি মাওলানা ওবায়দুল হককে এবং হাকিমপুর উপজেলা শাখার ৮ জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৮ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক উপজেলার সেক্রেটারি মাওলানা ওবায়দুল হককে ভাদুরিয়ার বাসা থেকে বিনা ওয়ারেণ্টে এবং ৭ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা থেকে জামায়াত কর্মী মফিজুল ইসলাম, আতিয়ার রহমান, মোঃ মোস্তাফিজার রহমান, মসিউর রহমান, মোঃ আবু খায়ের, সাইফুল ইসলাম, আঃ মজিদ ও আঃ অহেদ আলীকে তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এই গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, কেবল সন্দেহের বশবর্তী হয়ে দেশের কোনো নাগরিককে আটক বা প্রহরায় নেয়া সম্পূর্ণ অন্যায়, বেআইনী ও অসাংবিধানিক। এতে মানুষের অধিকার ও সম্মান উভয়ই ক্ষুন্ন হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বাধীন দেশের নাগরিক হিসেবে মুক্ত ও স্বাধীন জীবন-যাপনের অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। এটি একটি মৌলিক অধিকারও বটে। তাই এ জাতীয় গ্রেফতার খুবই দুঃখজনক।

দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলা থেকে গ্রেফতারকৃত জামায়াত নেতা-কর্মীসহ সারাদেশে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”