৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার, ১১:০৮

গুম হওয়া ব্যক্তিদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দেখতে চায় দেশের জনগণ

-অধ্যাপক মুজিবুর রহমান

বিভিন্ন সময় গুম বা নিখোঁজ হওয়া ব্যক্তিদের সম্পর্কে গত ৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৬ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বিভিন্ন সময় গুম বা নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যগণ মানববন্ধন কর্মসূচি ও সাংবাদ সম্মেলনসহ বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছিল। এ বিষয়ে সরকার নিরব থেকে নানা ধরনের বক্তব্য দিয়ে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। গত ৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে বলেছেন, কেউ গুম হয়নি। যারা পালিয়ে আছে, তাদেরকে শীঘ্রই হাজির করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বাস্তবায়ন দেখতে চায় দেশের জনগণ।

আমি নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের পরিবারের সদস্যদের নিকট ফিরিয়ে দেওয়ার ঘোষণা বাস্তবায়ন হবে বলে দেখতে চাই। ”