৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ৮:৩৮

সংবাদ মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মতিউর রহমান আকন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের পর কতিপয় সংবাদ মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ৮ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“৬ সেপ্টেম্বর একটি ঘরোয়া বৈঠক থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের পর কতিপয় সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে। কোনো কোনো পত্রিকায় বলা হয়েছে গোপন বৈঠকে ‘সরকার উৎখাতের ছক ছিল জামায়াতের’। আবার একই রিপোর্টে বলা হয়েছে ‘দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছিল জামায়াত’। আবার কোনো কোনো পত্রিকায় বলা হয়েছে ‘রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করছিল জামায়াত’। এ সব শিরোনামে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াত কখনো কোনো ষড়যন্ত্র-চক্রান্ত ও নাশকতায় বিশ্বাস করে না। জামায়াতের বিরুদ্ধে গোপন বৈঠকের মাধ্যমে সরকার উৎখাত ও নাশকতার পরিকল্পনার যে অভিযোগ করা হয়েছে, তা সংশ্লিষ্ট রিপোর্টারের মনগড়া বক্তব্য ছাড়া আর কিছু নয়। কোনো ঘটনা ঘটলেই জামায়াতকে নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা রিপোর্ট প্রকাশ করা এক শ্রেণীর সংবাদ মাধ্যমের বদ অভ্যাসে পরিণত হয়েছে। এ ধরনের ভিত্তিহীন ও বানোয়াট খবর প্রচার করা স্বাধীন মত প্রকাশ ও সংবাদপত্র নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। আমরা সংবাদ মাধ্যমে প্রচারিত এ সকল মিথ্যা তথ্য পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা খবর প্রকাশ এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”