১০ মার্চ ২০২১, বুধবার, ৯:৩৬

দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের কর্মসূচি পালন জামায়াতের রাজনৈতিক অধিকার

১০ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘ক্ষমা না চেয়েও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জামায়াতের’ শিরোনামে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ১০ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“১০ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘ক্ষমা না চেয়েও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জামায়াতের’ শিরোনামে প্রকাশিত খবরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার চালানো হয়েছে। উল্লেখিত শিরোনামে যে সব বিষয়ের অবতারণা করা হয়েছে তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ভূমিকা স্বীকৃত। বাংলাদেশের প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেছে এবং প্রায় প্রত্যেকটি সংসদেই জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। জামায়াতে ইসলামী জাতীয় সংসদে গঠনমূলক ভূমিকা পালন করে রাজনীতিতে ইতিবাচক ধারার সৃষ্টি করেছে। একটি রাজনৈতিক দল হিসেবে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের কর্মসূচি পালন জামায়াতের রাজনৈতিক অধিকার। দৈনিক ইত্তেফাকের এ ধরনের উস্কানীমূলক ও বিভ্রান্তিকর রিপোর্ট আমাদেরকে ব্যাথিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ধরনের উস্কানিমূলক ও বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”