৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৩:৩৮

কাতার ফেরত প্রবাসীদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান

কাতার ফেরত প্রবাসীদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৭ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“২০২০ সালের মার্চ মাস থেকে কাতার থেকে এ পর্যন্ত প্রায় ১২ হাজার প্রবাসী ছুটিতে দেশে ফিরে এসে আটকা পড়েছেন। তাদের বেশিরভাগেরই কাতারের আইডির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যার ফলে তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছেন না। তাদের মধ্যে অনেকে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়ে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন। বেশ কয়েকদিন যাবত প্রবাসীগণ তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ সমস্যার দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

প্রবাসীরা হলেন আমাদের রেমিট্যান্স যোদ্ধা। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কাতার ফেরত এ সকল প্রবাসীদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”