২ নভেম্বর ২০২০, সোমবার, ৬:৫৮

পাবনায় ১১ জন নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কোনো কারণ ছাড়াই কাউকে গ্রেফতার বা হয়রানি করা মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা শাখার আমীর জনাব আলী আজগর ও উপজেলা সেক্রেটারি জনাব মজিবুর রহমানসহ ১১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ২ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“গত ৩১ অক্টোবর পাবনার ভাঙ্গুরা উপজেলা শাখার আমীর জনাব আলী আজগর ও উপজেলা সেক্রেটারি জনাব মজিবুর রহমানসহ বেশ কিছু সংখ্যক নেতা-কর্মী উপজেলার মিয়াপাড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণের জন্য যান। সেখানে কোনো কারণ ছাড়াই ভাঙ্গুরা থানা পুলিশ উপস্থিত হয়ে জামায়াতের উপজেলা আমীর ও থানা সেক্রেটারিসহ ১১ জনকে আটক করে নিয়ে যায়। এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক অনুষ্ঠান থেকে কোনো কারণ ছাড়াই কাউকে গ্রেফতার বা হয়রানি করা মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এ অন্যায় ও অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ এই সরকার। সকল ক্ষেত্রেই সরকার দলীয় লোকজনের সীমাহীন দূর্নীতি, লুটপাট ও জনগণের উপর জুলুম-নির্যাতনের করুণ চিত্র ফুটে উঠেছে। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার এখন জামায়াত নেতাদের গ্রেফতার করার ঘৃণ্য পন্থা অবলম্বন করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এভাবে গ্রেফতার হয়রানি করে জামায়াতকে কখনো জনবিচ্ছিন্ন করা যাবে না।

অবিলম্বে ভাঙ্গুরা উপজেলা শাখার আমীর জনাব আলী আজগর ও উপজেলা সেক্রেটারি জনাব মজিবুর রহমানসহ গ্রেফতারকৃত সকল জামায়াত শিবিরের নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”