১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৩৮

নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা করে আহত করার ঘটনার নিন্দা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ ও লাঠিপেটা করে কয়েকজনকে আহত করার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৫ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের আন্দোলন চলার ৫ দিনের মাথায় পুলিশ লাঠিপেটা করে প্রায় ১০ জনকে আহত করেছে। আমি এ ঘটনার নিন্দা জানাই। ২০১৮ সালে একটি বিশেষ প্যানেলের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন এ সব আন্দোলনকারী। ঐ সব শূন্য পদে সরকার নিয়োগ না দেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। আন্দোলনকারীরা বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছাকাছি আসলেই পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। পুলিশের জলকামান নিক্ষেপ ও লাঠিপেটায় ১০/১২ জন আন্দোলনকারী গুরুতরভাবে আহত হন। আমি আন্দোলনকারীদের ওপর আক্রমণের এ ঘটনার ধিক্কার জানাই।

আন্দোলনকারীরা প্রাথমিক শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত। তাদের নিয়োগ না দেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এটা তাদের ন্যায় সঙ্গত দাবি। আন্দোলনকারীদের এ ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার জন্য এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”