২২ মার্চ ২০১৭, বুধবার, ১০:১৭

মুবারক হোসাইনকে পুনরায় জেলগেট থেকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকার জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মুবারক হোসাইন আজ ২২ মার্চ বিকেলে যশোর জেল থেকে জামিনে মুক্তি লাভ করার সাথে সাথেই তাকে পুনরায় জেল গেট থেকে ডিবি পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২২ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মুবারক হোসাইনকে জামিনে মুক্তি লাভের পরপরই যশোর জেল গেট থেকে পুনরায় অন্যায়ভাবে গ্রেফতার করে আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে।

সরকার সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করছে। উল্লেখ্য যে, জনাব মুবারক হোসাইনহ জামায়াতের তিনজন কর্মপরিষদ সদস্যকে ১৭ ফেব্রুয়ারী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাইওয়ে থেকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

কর্তৃত্ববাদী সরকার শক্তির জোরে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যই জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের উপর চরম জুলুম করছে। এভাবে জুলুম-নির্যাতন চালিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। সরকারের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জনাব মুবারক হোসাইনসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”