৩ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৮:২৩

মহসেন জুটমিলের শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহবান

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের মহসেন জুটমিলের শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেনঃ-

“খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের মহসেন জুটমিলের ৩৪৭ জন শ্রমিক এবং ৫০ জন কর্মচারীর চূড়ান্ত পাওনা বাবদ ১০ কোটি ৬০ লক্ষ ৭৮ হাজার ৪ শত ৭৪ টাকা বকেয়া রয়েছে। প্রায় ৭ বছর ধরে জুট মিলটি বন্ধ রয়েছে। গত ২৬ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে বকেয়া পাওনা এক মাসের মধ্যে গত ঈদুল আযহার পূর্বেই পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। বকেয়া পাওনা পরিশোধ এবং মিল চালু করার দাবিতে শ্রমিকরা দীর্ঘ দিন যাবত আন্দোলন চালিয়ে আসছেন। দেশের বিরাজমান এই করোনা পরিস্থিতিতে এমনিতেই মানুষ অনেক কষ্টের মধ্যে আছেন। এক দিকে মিল বন্ধ, অপরদিকে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করায় তারা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন।

মহসেন জুট মিলের শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে স্বল্পতম সময়ের মধ্যে তাদের বকেয়া পাওনা পরিশোধ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”