১ মে ২০২০, শুক্রবার, ৭:২৩

“জামায়াতের সাবেক এমপির গোডাউনে যুবলীগ নেতার ১২শ বস্তা চাল” শিরোনামে প্রকাশিত খবরের নিন্দা ও প্রতিবাদ

দৈনিক আমাদের সময় পত্রিকার অনলাইনে “জামায়াতের সাবেক এমপির গোডাউনে যুবলীগ নেতার ১২শ বস্তা চাল” শিরোনামে প্রকাশিত খবরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ১ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“দৈনিক আমাদের সময় পত্রিকায় জামায়াতের সাবেক এমপির গোডাউন থেকে চাল উদ্ধারের যে কাল্পনিক তথ্য পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকাশিত খবরে জামায়াতের সাবেক এমপি, কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নাম উল্লেখ করে ‘হায়দরী গার্মেন্টস’ জাবেদের গুদামঘর হিসেবে পরিচিত বলে যে সব আজগুবি তথ্য পরিবেশন করা হয়েছে তা জঘন্য মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। ডা: তাহেরের এ ধরনের কোনো গুদামঘর নেই। সংশ্লিষ্ট রিপোর্টার ডা: আব্দুল্লাহ মোঃ তাহেরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তার মর্যাদা ও সম্মানের উপর আঘাত করেছেন। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের মিথ্যা ও কাল্পনিক রিপোর্ট প্রকাশ সংবাদপত্র ও গণমাধ্যম নীতিমালার পরিপন্থী।

এ ধরনের কাল্পনিক ও আজগুবি রিপোর্ট প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক আমাদের সময় পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”