১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৭:৫১

প্রবীণ সম্পাদক আবুল আসাদকে ৩ দিনের রিমান্ড নেয়ায় বিস্ময় প্রকাশ

দৈনিক সংগ্রামের প্রবীণ সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে সরকার কর্তৃক সাজানো মামলা দায়ের ও ৩ দিনের রিমান্ড নেয়ায় বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেন, “১৩ ডিসেম্বর সন্ধ্যায় কিছু উচ্ছৃংখল লোক সংগ্রাম কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও তছনছ করে। তারা বয়োবৃদ্ধ সাংবাদিক আবুল আসাদকে শারীরিকভাবে নাজেহাল করে। দেশবাসী আশা করেছিল সরকার হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু তা না করে উল্টো জনাব আবুল আসাদকে গ্রেফতার করে তাকে সারারাত থানায় বসিয়ে রাখা হয়। তার বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করে তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। সরকারের এ ভূমিকায় দেশবাসী বিস্মিত ও হতাশ ।

বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আমাদের সংবিধানে স্বাধীনভাবে মতপ্রকাশের নিশ্চয়তা দেয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সংবাদপত্র ও সাংবাদিকদের উপর হামলা নির্যাতন ও দমণ-পীড়ন কখনো ভালো ফল বয়ে আনেনা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ছবির মাধ্যমে এবং ভিডিও ফুটেজে দেশবাসী দেখেছেন কি নির্মমভাবে সংগ্রাম কার্যালয় ভাংচুর করা হচ্ছে ও সম্পাদক জনাব আবুল আসাদকে অপদস্ত করা হচ্ছে। দেশে আইন-আদালত থাকা অবস্থায় যারা এ গর্হিত কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সরকারের। কিন্তু সরকার হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ায় হামলাকারীরা উৎসাহিত হয়েছে। আমরা সরকারের এ ভূমিকায় গভীরভাবে উদ্বিগ্ন। আমরা জনাব আবুল আসাদের রিমান্ড বাতিল করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”