৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৭:৩৫

‘দুই জঙ্গীর মাথায় আইএস টুপি-গভীর চক্রান্ত’ শিরোনামে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “দুই জঙ্গীর মাথায় আইএস টুপি-গভীর চক্রান্ত” শিরোনামে আজ ৮ ডিসেম্বর প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ৮ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠের শেষ পৃষ্ঠায় ‘দুই জঙ্গীর মাথায় আইএস টুপি-গভীর চক্রান্ত’ শিরোনামে আজ ৮ ডিসেম্বর প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে যে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, জনকণ্ঠের রিপোর্টে বর্ণিত দুই জঙ্গীর মাথায় কথিত আইএস টুপি সরবরাহের সাথে জামায়াতে ইসলামীর ও ইসলামী ছাত্রশিবিরের কারো কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

ঐ ঘটনার তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জনকণ্ঠের রিপোর্টে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আইএস বা অন্য কোনো জঙ্গী সংগঠনের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের আগেও কোনো সম্পর্ক ছিল না, এখনো নেই। কাজেই জঙ্গীদের কথিত আইএস টুপি সরবরাহের নেপথ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কাজ করার প্রশ্নই আসে না। কোনো কিছু ঘটলেই তার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে দোষারোপ করা দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটি দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এ পর্যন্ত জনকণ্ঠে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে যত অপপ্রচার চালানো হয়েছে তা সবই নির্জলা মিথ্যা প্রমাণিত হয়েছে। কাজেই দেশবাসী কেউই জনকণ্ঠের রিপোর্ট বিশ্বাস করে না।

তাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”